Apple iPhone 11 Pro Max, 256GB, Fully Unlocked - Gold
সমকাল। প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০
ডা. আবু সাঈদ শিমুল
ছয় থেকে সাত মাস বয়সে শিশুর মাড়িতে ছোট ছোট দাঁত গজাতে শুরু করে। তা দেখে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন মা-বাবা। তবে দাঁত গজানোর এই সময় কিছু বিপত্তিও ঘটে। এ সময় শিশুর মাড়ি শিরশির করে এবং ব্যথা হয়। কখনও কখনও জ্বরও হতে পারে। কোনো কোনো শিশু এ সময় কান্নাকাটি করে আবার কেউ খিটখিটে আচরণ করে। এ সময় তারা কিছু পেলেই কামড় দিতে চায়।
শিশুর এ ধরনের পরিবর্তনে…
লেখক: কনসালট্যান্ট, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল